ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ জলাশয়সমূহে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে ডিএমপির অধীনে চারটি পুকুর এবং রমনা লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। বুধবার রমনা লেকে মাস অবমুক্ত করেন সম্মানিত সচিব মহোদয় জনাব মো: নজরুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মিন্টু রোডের ডিবি কার্যালয়ের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সম্মানিত মহাপরিচালক স্যার জনাব ড. মোঃ আবদুর রউফ, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ । এসময় আরও উপস্থিত ছিলেন ডিবি প্রধান, মৎস্য অধিদপ্তরের সম্মানিত পরিচালক জনাব ড.মো:মোতালেব হোসেন, জেলা মৎস্য অফিসার, ঢাকা জনাব মো: রোকনুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর এবং অন্যান্য সহকর্মীবৃন্দ।